হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা হিমাদ্রী

নিজস্ব সংবাদদাতা:

ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক মনোনিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক, পিরোজপুর জেলার কৃতি সন্তান সাবেক ছাত্রলীগ নেতা হিমাদ্রী শেখর মন্ডল।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। হিমাদ্রী শেখর মন্ডল ইতোপূর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক নেতা। তিনি বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এবিষয়ে হিমাদ্রী শেখর মন্ডল জানান, সংগঠনকে গতিশীলতা বৃদ্ধি করতে আমার জায়গা থেকে সর্বদা কাজ করে যাব। সংখ্যালঘুদের যেকোন সমস্যায় সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। নতুন কমিটিতে যারা দায়িত্ব পেয়েছেন আমার পক্ষ থেকে সকলকে প্রাণঢালা অভিনন্দন। সবাই সংঘবদ্ধভাবে কাজ করলে এগিয়ে যাবে আমাদের সংগঠন।

উল্লেখ্য, গত ৭ ও ৮ জানুয়ারি, ২০২২ ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনের কাউন্সিল অধিবেশনে জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহার সভাপতিত্বে ৩১ সদস্যবিশিষ্ট বিষয় নির্ধারণী কমিটি গঠিত হয়। উক্ত কমিটি বিশিষ্ট সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীকে প্রধান উপদেষ্টা করে ১০১ সদস্যবিশিষ্ট উপদেষ্টামন্ডলী এবং সাবেক এমপি ঊষাতন তালুকদার, অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, নির্মল রোজারিওকে সভাপতি ও এ্যাডভোকেট রাণা দাশগুপ্তকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *