ভোরের সংবাদ ডেস্ক: বিশ্ববিদ্যালয় জীবনে শিবিরের সাথে সংশ্লিষ্টতা থাকার অভিযোগ থাকলেও বর্তমানে তিনি শিক্ষক রাজনীতি করছেন বঙ্গবন্ধু পরিষদ থেকে। এমনকি বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাশীল শিক্ষকদের মাঝে তিনিও একজন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বর্তমান প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন। তবে ছাত্রজীবনে শিবির সংশ্লিষ্টতা থাকার অভিযোগের বিষয়টা অস্বীকার করেন তিনি।
এছাড়াও, কুবির প্রক্টর হিসেবে ২০১৭ সালে ২ বছরের জন্য তিনি নিয়োগ পান। এরপরে মেয়াদ বাড়ানো হয়। তবে কতদিনের জন্য তিনি প্রক্টরের দায়িত্ব পালন করবেন সেটা উল্লেখ ছিল না। বর্তমানে তিনি ৫ বছর ধরে প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন ১৯৯৭-১৯৯৮ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন। সে সময় ছাত্রলীগ করা কোন শিক্ষার্থী হলে থাকতে না পারলেও শিবির ঘেঁষা আলাওল হলে থেকেছেন তিনি। এমনকি সে সময়কার শিবির নেতাদের সাথে খুব আন্তরিক সম্পর্ক ছিল বলে অভিযোগ দেন সেসময়কার ছাত্রলীগের কয়েকজন নেতা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রলীগের সভাপতি ও বর্তমানে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মাযহার বলেন, যখন আমাদের ছাত্রলীগের নেতা ঠিকভাবে ক্যাম্পাসে চলাফেরা করতে পারতো না শিবিরের হামলার কারনে, তিনি সেসময় জামায়াত-শিবির ঘেষা আলাওল হলে থাকতো এবং সে সময়কার শিবিরের বিভিন্ন নেতাকর্মীদের সাথে তার উঠা বসা ছিল।
তিনি আরো বলেন, আমি শুনতে পেরেছি সে বিভিন্ন জায়গায় শিক্ষা জীবনে ছাত্রলীগ করেছে বলে পরিচয় দেয়। আমার তার কাছে প্রশ্ন সে কার অধীনে, কোথায় ছাত্রলীগ করেছে? ছাত্রলীগ করা ছোট ভাইরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চাকরির আবেদন করলেই তাদেরকে শিবির ট্যাগ দেয়ার অভিযোগও পেয়েছি তার বিরুদ্ধে অনেকবার।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সে সময়ের সাংগঠনিক সম্পাদক উৎপল বলেন, সে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না। তৎকালীন জামায়াত নিয়ন্ত্রিত যে হলগুলো ছিল সেই হলগুলোর মধ্যে একটি ছিল আলাওল হল সে ঐ হলে থাকতো।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মো. কামাল উদ্দিন বলেন, আমি শিবির করেছি এরকম কোন ডকুমেন্ট বা প্রমান যদি কেউ দেখাতে পারে তাহলে আমার কোন কথা থাকবে না।
তিনি আরো বলেন, আমি কোন সময়ই কাউকে কোন জায়গা থেকে বঞ্চিত করিনি। আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে সকলের সাথে সম্পর্ক রেখেই চলাফেরা করেছি। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। আর ছাত্রলীগের ছেলেদের আমি কোন জায়গা থেকে বঞ্চিত করেছি সেটা কেউ বলতে পারবে না।