জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহুল কাঙ্ক্ষিত বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় বিভিন্ন বিভাগ ও শিক্ষাবর্ষের ১২শ ছাত্রী আসন পেয়েছে। আগামী ১৭ মার্চ থেকে হলে উঠতে পারবে শিক্ষার্থীরা । বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসন বরাদ্দকৃত ছাত্রীদের এ তালিকা প্রকাশ করা হয়েছে।
হলে আসন প্রাপ্ত ছাত্রীদের আগামী ২ মার্চ থেকে ১০ মার্চ এর মাঝে নিম্নলিখিত কাগজপত্র (সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৩ টা ৩০ মিনিট পর্যন্ত) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের হাউজ টিউটর এর নিকট জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়।
১) স্টুডেন্ট পোর্টালে লগইন করে আবেদন ফর্মের ডাউনলোডকৃত কপি।
২) নগদ অথবা রকেট অথবা সিউরক্যাশের মাধ্যমে ৫ হাজার ২শত ৬৫ টাকা পরিশোধকৃত জমাকৃত রশিদ।
৩) হলে বসবাসের শর্তাবলী ডাউনলোড করে অভিভাবক ও ছাত্রীর স্বাক্ষরিত কপি।
৪) অঙ্গিকারনামা ডাউনলোড করে অভিভাবক ও ছাত্রীর স্বাক্ষরিত কপি।
৫) সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজ ছবি।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯ টায় হল প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়।
হল প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম বলেন, ‘আসন বরাদ্দ পাওয়া ছাত্রীরা আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে হলে উঠবেন।’
১৬ তলাবিশিষ্ট বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রীদের জন্য মোট ১৫৬টি কক্ষ, একটি পাঠাগার, একটি ক্যানটিন, একটি ডাইনিং, প্রতি তলায় সাতটি করে শৌচাগার, নয়টি গোসলখানা ও চারটি লিফট আছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবরে বিশ্ববিদ্যালয় দিবসে এ হলের উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রায় এক বছর পর আসনের জন্য ছাত্রীদের থেকে আবেদন নেয় হল কর্তৃপক্ষ।