আমরা চাকরি চাইনি, চাকরির সুযোগ চেয়েছি

‘করোনার মহামারির কারণে কোনো পরীক্ষার সার্কুলার হয়নি। আবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সার্কুলার হলেও একদিনে একা‌ধিক পরীক্ষা দিয়ে সেগুলোও নষ্ট করা হয়েছে। আমরা চাকরি চাইনি, চাকরির সুযোগ চেয়েছি। আমা‌দের গু‌লি করুন; না হয় আমা‌দের দা‌বি মে‌নে নিন’ মহাসমাবেশে এসব কথা ব‌লেন চাকরিপ্রার্থীরা।

সরকা‌রি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধিসহ চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মহাসমাবেশ করেছে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরে মহাসমাবেশ ক‌রেন চাকরিপ্রার্থীরা।

সমাবেশে বক্তারা আ‌রো বলেন, সরকা‌রি চাকরিতে প্রবেশের বয়স ত্রিশ বছর তো আমাদের সাংবিধানিক অধিকার। কিন্তু করোনার কারণে দীর্ঘ দুই বছর আমা‌রা কো‌নো চাক‌রির সা‌র্কোলার ও পায়‌নি, আবার একই দি‌নে অ‌নেকগুলি প‌রিক্ষা হওয়ার কার‌ণে মাত্র একটা প‌রিক্ষা দেওয়া গে‌লেও বা‌কি প‌রিক্ষাগু‌লি‌তে আ‌বেদন ক‌রেও দি‌তে পারিনাই। এটা আমা‌দের অ‌ধিকার। হাজার হাজার বেকার টাকা দি‌য়ে আ‌বেদন ক‌রেও প‌রিক্ষা দি‌তে না পারা ক‌ষ্টের বিষয়।

তারা আ‌রো, নীতিনির্ধারকরা ১৭ মাস চলে যাওয়ার পর ২১ মাসের একটা ব্যাকডেট দিলেও মূলত আমাদের জন্য কো‌নো কা‌জে আ‌সে‌নি। যাদের এখনো বয়স আছে, তারা এই ব্যাকডেট থেকে সামান্যতম সুবিধাও পাইনি। বক্তারা এ সময় সরকারের নিকট কঠোর হুশিয়ারী দিয়ে বলেন যদি অবিলম্বে উপরোক্ত চার দফা দাবী মেনে না নেয়,তাহলে সারাদেশ ব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এসময় বিক্ষুদ্ধ ছাত্রজনতা শাহবাগ চত্বর ৩০ মিনিট অবরোধ করে রাখে।

এক পর্যায়ে উত্তেজিত ছাত্রজনতা শাহবাগ চত্বর থেকে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দাবী জানিয়ে স্লোগান দিতে দিতে রাজুভাস্কর্যে গিয়ে দাবী আদায় না হওয়া অবধি আন্দোলন অভ্যাহত থাকবে,এ ঘোষণা দিয়ে তাদের মহাসমাবেশ শেষ করেন।

চাকরিপ্রার্থীদের চার দফা দাবি হলো-

>> সব চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করতে হবে

>> নিয়োগ দুর্নীতি ও জালিয়াতি বন্ধ করতে হবে। নিয়োগ পরীক্ষার (প্রিলিমিনারি ও রিটেন) প্রাপ্ত নম্বরসহ ফলাফল প্রকাশ করতে হবে।

>> চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা করতে হবে।

>> একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

এ সময় উপস্থিত ছি‌লেন চাকরি প্রত্যাশী যুব প্রজন্মে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের অন্যতম সমন্বয়ক মানিক রিপন,আবদুল্লা আল মামুন,তাসলিমা লিমা,ওমর ফারুক,নিতাইচন্দ্র সরকার,সাকিন আনোয়ার,সুমনা রহমান ও কার্যকরী সদস্য মিলন, মোশারফ,হিমা খান,মিজান,আজিমুল,খায়রুল, বিভাগীয় সমন্বয়ক হৃদয়,রাসেল,সাকিব এবং সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের সমন্বয়ক ইমতিয়াজ,আলী,কাওসার উপস্থিত ছিলো। এছাড়াও চাকরি প্রত্যাশী যুব প্রজন্মের কেন্দ্রীয়,বিভাগীয় ও জেলা পর্যায়ের আরও অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *