জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আফতাবুর রহমান সোহাগ সভাপতি এবং ফিল্ম এ্যান্ড টেলিভিশন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মুহিব উল্লাহকে সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলী আপন আহসান, তরিকুল ইসলাম, তারেক রাজু, ইকবাল হোসেন, রায়হান তন্ময়, তৌফিক এলাহী, আবু মুসা রিফাত, নুর রেজওয়ান, ইউসুফ আলী (বাপ্পী) সহ অন্যান্য উপদেষ্টাগন ও সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসাবে সামিরা মুহাম্মদ মিথী, মেজবাহ উদ্দিন আহমেদ, হৃদয় চৌধুরী ইমন ও হাসিব শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে, মোঃ আলাল বাবু, মশিউর রহমান, রাফিয়া রহমান, সারজিনা সারওয়ার ও রোকনুজ্জামান সোহাগকে নিযুক্ত করা হয়।
নব-নির্বাচিত সভাপতি আফতাবুর রহমান সোহাগ বলেন, আমি আশাবাদী সকলের সার্বিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের রংপুর জেলা পরিবার হবে একটি সংঘবদ্ধ পরিবার। এই পরিবারকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই বহুদূর।
সংগঠনের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মুহিব উল্লাহ বলেন, আমরা রংপুরের সকল শিক্ষার্থীদের পাশে থাকার মাধ্যমে আমাদের সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাব। সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।