জবির ছাত্রী হলে দ্বিতীয় মেরিটে আসন পেলেন ২৬৮ জন

অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আসন বরাদ্দের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম মেরিট প্রকাশিত হওয়ার পর ফাঁকা সিটে দ্বিতীয় মেরিটে আসন পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২৬৮ জন ছাত্রী।

দ্বিতীয় মেরিটে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষ (১৫ব্যাচ) থেকে সর্বোচ্চ ৯৩ জন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ (১৪ ব্যাচ) থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৯২ জন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ (১৩ ব্যাচ) থেকে ৬২ জন এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষ (১২ ব্যাচ) থেকে ২১ জন ছাত্রী আসন পেয়েছে।

আসন পাওয়া ছাত্রীদের আগামী ৩১ মার্চের মধ্যে নির্ধারিত কাগজপত্র ও বার্ষিক ফি ৫ হাজার ২৬৫ টাকা জমা দিতে হবে। হলে প্রবেশের সময়সীমা রাত ৯টা পর্যন্ত।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিকতা লাভের জন্য ছাত্রীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিট বরাদ্দের দ্বিতীয় তালিকা প্রকাশ করা হলো।

হলে সিট পাওয়া ছাত্রীদের কাগজপত্র (আবেদন ফর্ম, নগদ কিংবা রকেট অথবা শিউরক্যাশের মাধ্যমে ৫২৬৫ টাকা পরিশোধকৃত জমার রশিদ, হলে বসবাসের শর্তাবলীর অভিভাবক ও ছাত্রীর স্বাক্ষরিত কপি, অঙ্গিকারনামা ও পাসপোর্ট সাইজ ছবি) আগামী ২৭ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে হলের হাউজ টিউটরের কাছে জমা দিতে হবে।

এর আগে ২৪ ফেব্রুয়ারী রাতে হল প্রভোস্ট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১২০০ জন সিটপ্রাপ্ত ছাত্রীর তালিকা প্রকাশ করা হয়।

১৬ তলা বিশিষ্ট হলটির ১৫৬টি কক্ষে ছাত্রীদের থাকার ব্যবস্থা রয়েছে। হলের নিচতলা ও দোতলায় রয়েছে লাইব্রেরি, ক্যান্টিন ও ডাইনিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *