নবীনদের বরণ করে নিলো জবি চলচ্চিত্র সংসদ

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চলচ্চিত্র সংসদ নবীন চলচ্চিত্র কর্মীদের বরণ করে নিতে এক অনাড়ম্বর পূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর ১ টায় সংগঠনের কার্যালয় অবকাশ ভবনের (৩০৩) নাম্বার রুমে সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দরা নবীন শিক্ষার্থীদের বরন করে নেন।

নবীন বরণের আয়োজনে উপস্থিত ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি আরাফাত ইসলাম আমান ও সাধারণ সম্পাদক নিলয় দেব সহ সংগঠনের কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরা। ফূল দিয়ে নবীনদের বরণ করে নেওয়ার পর সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সত্যজিৎ রায়ের “নায়ক” সিনেমায় প্রদর্শণী হয়।

এর পূর্বে ৩ দিন যাবত চলচ্চিত্র সংসদের সদস্য হওয়ার জন্য আবেদন কারী ১০৭ জন শিক্ষার্থীর ভাইবা গ্রহণ সম্পন্ন হয়। ভাইবা শেষে ৫৮ জন শিক্ষার্থীকে সদস্য পদের জন্য মনোনীত করা হয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে সুস্থ ও স্বাধীন ধারার চলচ্চিত্র প্রচার ও প্রসার সহ শিক্ষার্থীদের মূল্যবোধ, মানবিকতা, দেশপ্রেম ও মননশীলতার বিকাশের লক্ষ্যে চলচ্চিত্র, প্রামান্যচিত্রের নির্মাণ, প্রদর্শনী ও প্রশিক্ষণের ব্যবস্থা করা সহ বিভিন্ন বিষয় নিয়ে ২০০৯ সাল থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কাজ করে চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *