জবি রোভারের ডে ক্যাম্প ও ইফতার মাহফিল

জবি সংবাদদাতাঃ গুনগত রোভারিং এর মান উন্নয়নের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ কতৃক আয়োজিত ওয়ানডে ক্যাম্প ও ইফতার মাহফিল আজ ০৯ এপ্রিল (শনিবার) জবি রোভার ডেনে অনুষ্ঠিত হয়।

জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার এলটি ওয়ানডে ক্যাম্পের উদ্বোধন করেন। দীক্ষা প্রদানের লক্ষ্যে নবাগত সহচরদের নিয়ে ওয়ানডে ক্যাম্প আয়োজিত হয়। দিনব্যাপি সেশনের মধ্যে দিয়ে দুইশতাধিক রোভারের উপস্থিতে জবি রোভার ডেন মুখরিত হয়।
ওয়ান ডে ক্যাম্প শেষে জবি রোভার স্কাউট গ্রুপ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট এলমনাই এসোসিয়েশন (জুর্সা) এর উদ্যোগে বার্ষিক ইফতার মাহফিল আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার এলটি, রোভার স্কাউট লিডার ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু লায়েক এবং জূর্সার সাধারণ সম্পাদক মু. ওমর আলী এলটিসহ অন্যান্য নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন জবি রোভার স্কাউট গ্রুপের সাবেক ও বর্তমান রোভারবৃন্দ এবং বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের বিভিন্ন ইউনিট থেকে আগত অতিথিবৃন্দ।

উক্ত ইফতার মাহফিলের সঞ্চালনায় ছিলেন জবি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *