জবিতে ছাত্রলীগের তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

জবি প্রতিনিধি:

‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শিরোনামে নেতাকর্মীদের জন্য প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

সোমবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে তিন দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন হয়। আগামী ১৩ ও ১৯ তারিখ সশরীরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য এরকম প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন হয় কিনা তা আমার জানা নেই।ছাত্রলীগকে ধন্যবাদ এরকম প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করার জন্য। প্রশিক্ষণের মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীরা আরও দক্ষ হয়ে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. কামালউদ্দিন আহমদ বলেন, কর্মশালার মাধ্যমে ছাত্রলীগ নেতাকর্মীরা দক্ষ হয়ে উঠবে। বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে আমাদের জানতে হবে।

জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী বলেন, তরুণ-যুবসমাজকে মুক্তিযুদ্ধের আদর্শে রূপান্তর করা এবং জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে চিরতরে নির্মূল করতে সংগঠনের নেতা-কর্মীরা কাজ করে যাবেন।ছাত্রসমাজকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের মাঝে বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল হোসেন, সিন্ডিকেট সদস্য ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন, অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ড. জাকারিয়া মিয়া, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *