জবিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে মাসুম-মোফাজ্জেল

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের সংগঠন চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে।এতে ফাইন আর্টস বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহকে সভাপতি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মোফাজ্জেল হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টামন্ডলীরা ইফতার মাহফিল শেষে এ কমিটির অনুমোদন দেন। উপদেষ্টামন্ডলীরা হলেন মো: কাউছার মাহমুদ, শামীম রেজা, সাজ্জাদ হোসেন, আবদুল্লাহ আল মামুন, আশিকুর রহমান রিপন, আনোয়ারুল ইসলাম, আইমান সাইদ ও জুয়েল।

নব-নির্বাচিত সভাপতি মোঃ মাসুম বিল্লাহ্ বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম থেকে সংগঠনের সাথে জড়িত। সবসময় নীরলস শ্রম দিয়েছি। সংগঠনটির দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিষ্ঠার সাথে সংগঠনের স্বার্থে কাজ করতে চাই। এজন্য সকল সিনিয়র বড় ভাই ও জুনিয়রদের সহযোগিতা প্রয়োজন, আশা করছি সবার সম্মিলিত চেষ্টায় এগিয়ে যাবে আমাদের সংগঠন।

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন বলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ আমাদের প্রাণের সংগঠন, সিনিয়রদের দেখে এ সংগঠনে আসা। সর্বোপরি সবার সহযোগিতা কামনা করছি যাতে আমরা সকলে মিলে এক সাথে সামনের দিকে এগিয়ে যায় এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারি।

এছাড়াও কমিটিতে দায়িত্ব পেয়েছেন সহ: সভাপতি হিসেবে সাব্বির আহমেদ, আনিসুর রহমান, আশানুর কবির জীম। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাফিস মাহমুদ খান, কৌশিক হাসান ইমন, প্রিন্স আহমেদ সুজন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মীর মুকিত ও তানভীর ফয়সাল অনিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *