মাতৃভূমির প্রাঙ্গণ বিমোহিত করে তোমার সুখ্যাতির তরঙ্গে,
অতুলনীয় নেতা তুমি সমীচীন নেই আর এই বঙ্গে।
তীক্ষ্ণ মেধা, পটুত্ব ও অদম্য স্পৃহা করেছে তোমায় মহান,
নির্বাক চিত্ত রক্তক্ষরণ হয় আবহমান করলে
তোমায় অপমান।
মুখোশধারী,স্বার্থান্বেষী ও আসনলোভীরাও বহন করে তোমার আদর্শের চিহ্ন,
মুকুট পেলে তাদের আদর্শ হয় সম্পূর্ণ ভিন্ন।
খাঁটি ভক্তের স্মৃতিময় আঁটি ব্যক্ত হয় গুপ্ত নীড়ে,
কাদা ছিটানো মুখ্য হয় ছলনাময়ী ভক্তদের ভিড়ে।
মাতৃদুগ্ধ শোষণেও যারা করে তোমার আদর্শের হত্যা,
বাংলার মেঠো থেকে হবে কি বিলীন তাদের সত্তা?
বঙ্গবন্ধুর স্বপ্নে গড়া সোনার বাংলাদেশ
দুর্নীতির কালোমেঘে মেঘাচ্ছন্ন হয়ে,হবে কি শেষ?
লেখক: মো:আলমগীর,
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যাল।