‌শেরপু‌রে ৩২৩ প‌রিবা‌রের মা‌ঝে বৃক্ষ‌রোপনের উপকরণ বিতরণ ক‌রেন উন্নয়ন সংঘ

আরমান হাসান: শেরপুর জেলায় ৩২৩ প‌রিবা‌রের মা‌ঝে বৃক্ষ‌রোপনের উপকরণ বিতরণ ক‌রেন উন্নয়ন সংঘ। ইউরোপীয়ান ইউনিয়ন এর অর্থায়‌নে শ‌নিবার (২৫ জুলাই) বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহেন্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স এর আ‌য়োজ‌নে ৪ নং গাজীর খামার ইউনিয়নের বাসিদের মধ্যে এসব উপকরণ বিতরণ ক‌রেন।

এ সময় দরিদ্র এবং হত দরিদ্র ৩২৩ টি পরিবারের মাঝে ১২০০ফলের চারা,১৪০৮সবজি বিজের প্যাকেট বেড়া দেওয়া জন্য ১৫০০ নেট,রশি,পলিথিন সহ অনান্য উপকরণ বিতরণ করেন।

উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীরখামার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আওলাদুল ইসলাম আওলাদ, উপ সহকারী কৃষি কর্মকরতা মোছাঃ কাগজি বেগম, উন্নয়ন সংঘের প্রজেক্ট কো-অরডিটের মোঃ হারুনর রশীদ, নিউট্রিশন অফিসার মোঃ খোরশেদ আলম, প্রজেক্ট অফিসার মোঃ মাকসুদুজ্জামান সিপন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন কেন্দ্রীয় সংসদের সহ সম্পাদক, রাবি ছাত্রলীগ নেতা মোঃ সুরুজ আল হাসান, গাজির খামার ইউনিয়ন এর সিভিএ ফ্যাসিলিটেটর সহ অনান্য কর্মী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *