একজন মানবিক যোদ্ধা ইউএনও নিলুফা আক্তার

বন্যার্ত‌দের মা‌ঝে ত্রাণ বিতরণ কর‌ছেন ইউএনও নিলুফা আক্তার

নিজেস্ব প্র‌তি‌বেদক: দে‌শে মরণঘাতক অদৃশ্য করোনাভাইরাসের প্রার্দুভাবের শুরু থেকে সংক্রমণ রোধে দিন-রাত নিরলসভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন শেরপুরের শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার । সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষে উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতেও জীবনের ঝুঁকি নিয়ে লোকজনদের সচেতন করার জন্য বুঝিয়েছেন।

সাধারণ জনগণ‌কে মাস্ক দি‌য়ে স‌চেতন কর‌ছেন ইউএনও নিলুফা          আক্তার

আবার করোনা আক্রান্ত লকডাউন এলাকাগুলোতেও জীবনের ঝুঁকি নিয়ে খাদ্যসামগ্রী নিয়ে নিজেই বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন। প্রায় প্রতিদিনই উপজেলার ১০ ইউনিয়নে এবং পৌরসভায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা খাদ্যসামগ্রী সঠিকভাবে দুঃস্থ,অসহায় ও কর্মহীনদের হাতে তুলে দিয়েছেন। পাশাপাশি উপজেলার কোনো অসহায় লোকজন নির্দিষ্ট নম্বরে কল দিলে নিজেই অথবা বিভিন্ন দপ্তরের কর্মচারীদের সমন্বয়ে গঠিত কুইক রেসপন্স টিমের মাধ্যেমে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন তিনি।

ইউএনও নিলুফা আক্তার  ভোরের সংবাদকে জানান, ‘করোনাভাইরাসের প্রার্দুভাবের শুরু থেকে ভাইরাস সংক্রমণ রোধে রাত-দিন মাঠে কাজ করতে হচ্ছে। বিশেষ করে গত কয়েক মাস ধরে উপজেলার অসহায় দুঃস্থ কর্মহীন লোকজনদের মাঝে খাদ্য সহায়তা, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং বিভিন্ন কারণে মোবাইল কোর্ট পরিচালনা চলমান রয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা অসহায়দের মাঝে বিতরণ করা হচ্ছে। এছাড়া ভাসমান লোকজন ও লিস্টের বাইরে দুঃস্থদের খোঁজ নিয়ে বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *