ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি পদ প্রত্যাশী নাছিম

ভোরের সংবাদ ডেস্ক

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি পদ প্রত্যাশী পাবনা জেলার সন্তান মোঃ নাছিম। তিনি মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক ইন্সটিটিউট অফ হেলথ টেকনোলজি শাখা ছাত্রলীগ।

পদ প্রত্যাশী এই প্রার্থী জানান, তিনি ও তার পরিবার আওয়ামী রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আলোচনার এক পর্যায়ে বলেন, আমার নানা ১৯৭৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত তাঁতীবন্ধ ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।শৈশব, বাল্যকাল, কিশোর বয়সে নানার সাথে বিভিন্ন রাজনৈতিক মিছিল, মিটিং ও জনসভা অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল। সেখান থেকে রাজনীতির হাতেখড়ি।

তিনিও আরও জানান তার বড় ভাই পাবনা পলিটেকনিক শাখা ছাত্রলীগের সাবেক নেতা, ছোট ভাই রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমান জগন্নাথ বিশ্বিবদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী।চাচাত ভাই ইউনিয়ন ছাত্রলীগের নেতা এবং তার মামা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *