মোঃ সাকিব খান, মাগুরা জেলা প্রতিনিধি:
ঝিনাইদহ শৈলকূপা উপজেলার লাঙ্গলবাঁধ মডেল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে তৃতীয় শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার সময় লাঙ্গলবাঁধ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় লাঙ্গলবাঁধ মডেল স্কুল অ্যান্ড কলেজে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অভিভাবক ও ধলহরাচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান বিশ্বাস বলেন, লাঙ্গলবাঁধ মডেল স্কুল অ্যান্ড কলেজের এমন উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই। প্রতিষ্ঠানটির সার্বিক কাজে আমার সহযোগিতা থাকবে।
এ বিষয়ে লাঙ্গলবাঁধ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান জানান, প্রতিবছর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। লাঙ্গলবাঁধ মডেল স্কুল অ্যান্ড কলেজ কল্যাণ ট্রাস্ট হতে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে। এ বছর ঝিনাইদহ, মাগুরা ও রাজবাড়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে ৬ষ্ঠ শ্রেণির চারশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
তিনি আরো বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নের ও শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতাপূর্ন মনোভাব সৃষ্টির লক্ষ্যে আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমি সকলের সহযোগিতায় কামনা করছি।