শেখ শাহরিয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি: দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন ব্রিজস্টোন অফ ক্যাম্পাসিয়ান (বিওসি) এর এক বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়েছে।
গত শুক্রবার (৬ জানুয়ারি) সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ তোফায়েল আহসান বিলাশ এবং
উপ-দপ্তর সম্পাদক ফরমান হোসাইন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে সভাপতি হিসেবে সৈয়দ হামজাউল হুদা এবং মোঃ আল-আমিনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
এছাড়া সহ-সভাপতি সাদিয়া হোসেন অন্তি, যুগ্ম সাধারণ সম্পাদক সাবাহ ইয়ামিন, সাংগঠনিক সম্পাদক হিসেবে সাদিয়া আফরিন কর্ণিয়া, কোষাধ্যক্ষ এস এম সাকিব, দপ্তর সম্পাদক নাজমীন আক্তার শায়লা, প্রচার সম্পাদক শাহরিয়ার হোসেন, উপ-প্রচার সম্পাদক তাসনীম সৌমিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুশফিরাত শাহনুর হৃদি, উপস্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহমুদা নিশাত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাসনিমা ফেরদৌস উপ্তি, উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মমতা ইসলাম চৈতি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারহান আজিম, উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে মিনহাজুল আবেদীন নবীন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
উল্লেখ্য, ব্রিজস্টোন অব ক্যাম্পাসিয়ান সংগঠনটি ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা লাভ করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠনটি সমাজের এতিমশিশু, প্রান্তিক জনগোষ্ঠী এবং বয়োজ্যেষ্ঠদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।