জবিস্থ টাংগাইল জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে হাসান-তুষার

অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যায়নরত  শিক্ষার্থীদের সংগঠন টাংগাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে গণিত বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী জাহিদুল ইসলাম হাসানকে সভাপতি এবং একই শিক্ষাবর্ষের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এস এম আহসান হাবিব তুষারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) টাংগাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলী’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য নবগঠিত এ কমিটির অনুমোদন দেয়া হয়।

১৭ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটিতে সিনিয়র সভাপতি পদে হুমায়রা হাসিন দিশাকে এবং সহ-সভাপতি পদে গোলাম মোস্তফা, মনিরুজ্জামান মনির ও পূর্ণিমা সাহা সিথিকে মনোনীত করা হয়েছে।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে ঈশান দও, রাইসুল ইসলাম রোমান ও মোঃ সাইদুল ইসলামকে মনোনীত করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে রিশাত আরা, সিয়াম আহমেদ, মোঃ নাহিদ পারভেজ তমাল ও পারিজাত বিশ্বাসকে নিযুক্ত করা হয়েছে।

এছাড়াও দপ্তর সম্পাদক পদে হারুন অর রশিদ, উপ-দপ্তর সম্পাদক পদে শেখ সাজ্জাদ হোসাইন, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন তাফসির ও উপ-প্রচার সম্পাদক সাদিকুজ্জামান শুভ মনোনীত হয়েছেন।

নবনিযুক্ত সভাপতি জাহিদুল ইসলাম হাসান বলেন, ‘ঐতিহ্যবাহী টাংগাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সভাপতির দ্বায়িত্ব দেওয়ায় জেলা ছাত্রকল্যাণ এর সকল উপদেষ্টার প্রতি চির কৃতজ্ঞ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ টাংগাইল থেকে আগত প্রতিটি শিক্ষার্থীর সর্বাত্তোক সহযোগিতার জন্যে কাজ করে যাবে টাংগাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদ৷’

সাধারণ সম্পাদক আহসান হাবিব তুষার বলেন, ‘টাংগাইল জেলা ছাত্রকল্যাণকে জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ে টাংগাইল থেকে আগত সকল ছাত্র ছাত্রীদের আশা ও ভরসার কেন্দ্রস্থল হিসেবে গড়ে তুলতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *