লোহাগড়ায় সালেহা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক-

নড়াইলের লোহাগড়ায় সালেহা ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক শিক্ষার্থীদের মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পার-লংকারচর বাইতুল মামুর জামে মসজিদ চত্বরে মোসা. সালেহা বেগমের সভাপতিত্বে ও সমাজ সেবক মাহবুবুর রহমান কচি এর সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাজী শামীম রেজা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতনা ইউপি চেয়ারম্যান শেখ সিহানুক রহমান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস, এম হায়াতুজ্জামান, লাহুড়িয়া হাজ্বী মোফাজ্জল স্মরনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিদুর রহমান মুরাদ, শিক্ষক কাজী আল হেলাল, সালেহা ফাউন্ডেশনের দাতা সদস্য ও প্রয়াত এ্যাডভোকেট দৌলত আহম্মেদ খাঁনের ছেলে প্রকৌশলী শফিক আহম্মেদ খাঁন, সোহেল খাঁনসহ প্রমুখ।

পরে ইতনা ইউনিয়নের ১৪ টি প্রাথমিক বিদ্যালয়ের ১৩০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *