পূর্বাচলে আশালয় হাউজিংয়ে “ক্লাব প্রিমিয়াম” ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক

নারায়নগন্জের রুপগন্জে, পূর্বাচল ঘেষা ক্লাব প্রিমিয়াম, আশালয় হাউজিং লি: এর অভ্যন্তরে ভিত্তি প্রস্তর স্হাপন ও নাম ফলক উন্মোচন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নারায়নগন্জ-১ আসনের এমপি বীর মুক্তিযাদ্ধা গোলাম দস্তগীর গাজী, (বীরপ্রতীক) মাননীয় মন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রনালয় ।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি। স্কোয়াড্রন লিডার সামস জাহানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নারায়নগন্জ উপজেলা ভাইস চেয়ারমম্যান ফেরদৌস আলম নীলা, আশালয় প্লট ওনার্স এসোসিয়েশনের সভাপতি ব্যারিষ্টার ওমর ফারুক, জনাব সালাউদ্দিন বাচ্চু, ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক, বিশিষ্ট শিল্পপতি জনাব আবুল কাশেম, ক্লাবের সাধারন সম্পাদক গৌতম কুমার দাস। অনুষ্ঠান টি পরিচালনা করেন মাহমুদুল হাসান ও ড: সীমা ইসলাম সহযোগী ও অধ্যাপিকা ও সহকারী প্রক্টর ঢাকা বিশ্ববিদ্যালয় ।

আশালয় হাউজিং এবং প্রিমিয়াম ক্লাবের সদস্যরা মাননীয় মন্ত্রীর কাছে ডেমরা কালীগঞ্জ সড়কের মুশুরী থেকে পূর্বাচল প্রবেশের সড়কটির দ্রুত সংস্কার ও ১২০ ফুট বাড়ানোর দাবী জানান। এবং বিভিন্নভাবে বিভিন্ন সময় মন্ত্রীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী গত ১৫ বছর যাবত হাউজিংটি একই রকম দেখা এবং উন্নয়ন না হওয়াতে আক্ষেপ প্রকাশ করেন এবং খুব দ্রুত বসতবাড়ী নির্মান সহ ডিজিটাল জাতীয় পরিচয় পত্র আশালয় হাউজিংয়ের ঠিকানায় করার পরামর্শ দেন। ক্লাবের পাশে থাকার এবং আড্ডা দেওয়ার প্রতিশ্রুতি দেন। উপজেলা ভাইস চেয়ারম্যান নীলা এ ক্লাবে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেন। বিশেষ অতিথির বক্তৃতায় মেহের আফরোজ চুমকি বলেন আশালয় হাউজিং এবং ক্লাবের প্রয়োজনে উনি সব সময় পাশে থাকবেন।

বক্তাগণ তাদের বক্তৃতায় ক্লাব প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দেন ক্লাবের বিভিন্ন উপকারিতার কথা তুলে ধরেন। হাউজিংয়ের উন্নয়নে ক্লাব প্রতিষ্ঠা একটি অভূতপূর্ব সাফল্য বলে মত প্রকাশ করেন। ক্লাব একটি মেল বন্ধন ইহা পারিবারিক হইতে সামাজিক টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *