মুন্সি গন্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অজানা ৩য় পক্ষ সুবিধা নিতে মরিয়া হয়ে উঠেছে। এসব সুবিধা ভোগিরা প্রশাসনের সর্বচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত বিরাজ করছে। অনেক টা বিদেশি প্রভু ভক্ত হয়ে উঠেছে। তারা বিভিন্ন অপরাধ ঘটাতে পারে বলে সংকায় আছে মনোনীত প্রার্থীরা। সরেজমিনে ও প্রত্যক্ষ করে দেখা যায় তারা বিগত ১৩ বছর ধরে একচেটিয়া ভাবে ব্যবসা বানিজ্য ও হকার মার্কেট দখল করে আছে। বিভিন্ন অপরাধ যেমন চুরি,ডাকাতি, ধর্ষণ, হত্যা সহ, কিশোর গ্যাং দের ব্যবহার করে থাকে। এসব চক্র প্রশাসনের অফিসরা বদলি হলে তারা সুযোগ নিয়ে থাকে। তাদের কাছে আছে অত্যাধনিক টেকনোলজি, গজারিয়া ও মুন্সিগন্জ সদরে বিভিন্ন অপরাধ যেমন (হত্যা,পঙ্গু ডাকাতি, চুরি সহ) স তারা ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে। হাদির মত অপরাধ যেন না ঘটাতে পারে সে জন্য প্রশাসন সজাগ রয়েছে।