সেল’ শব্দটি যদিও ইংরেজি তবুও বাংলা ভাষার মত জ্ঞাত রয়েছে সব শ্রেনী পেশার মানুষ।এক কথায় আঘাতের জন্য নির্ধারিত স্থান হল টর্চার সেল। সাধারনত মানব মনে একটা ভয়ানক, লোম হর্ষক,হৃদয় বিদারক, নিষ্ঠুর আচরনের ক্ষেত্রকে টর্চার সেল বলা হয়।
পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে আজকের দুনিয়ায় জাতি,ধর্ম,বর্ণ,গোত্র বিশেষ প্রভূত্ব বিস্তারের নেশায়, কখনো ধর্ম যু্দ্ধে,কখনো জাতিগত বিরোধে,কখনো গোত্রীয় বিরোধে, আবার বর্ণ প্রথাগত কারনেও টর্চার সেল ব্যবহার করা হত। আমাদের দেশে সবচাইতে উল্লেখ যোগ্য টর্চার সেল গঠন করা হয়, মহান স্বাধীনতা যুদ্ধে দেশীয় জারজ খ্যত প্রখ্যাত রাজাকার সাকা চৌধুরী কর্তৃক গুডস হিলের টর্চার সেল।এমনি ভাবে আল সামস,আল বদর,রাজাকার বাহিনী মুক্তিযুদ্ধাদের ও তার স্বজনদের শায়েস্তা করার জন্য অসংখ্য টর্চার সেল গঠন করেছিল।⊕