আজো পদ্মা, মেঘনা, যমুনা তোমারি জন্য বহমান, ওহে প্রাণের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তুমি যেনো স্রষ্টার শৈল্পিক শিল্প, স্বাধীনতার স্তম্ভ,বাঙালীর স্থায়ী অতীত ও বর্তমান হে জাতির পিতা শেখ মুজিবুর রহমান, হে জাতির শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবুর রহমান।
তুমি সইলে কতো কষ্ট, কতো নির্যাতন, কতো অপমান, অবজ্ঞা করে হানাদারদের চক্ষু-রাঙানি তবু ছিনিয়া আনিলে স্বাধীনতার সম্মান হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবুর রহমান।
ছিলে যবে কারাগারে বন্দী, তখনো করোনি অন্যায়ের সাথে সন্ধি। বুকে জ্বেলে ছিলে অনল-দাবানল, দিয়েছিলে স্বাধীনতার আহ্বান হে জাতির পিতা শেখ মুজিবুর রহমান।
কবি না হয়েও তুমি সেদিন ভাষণে ভাষণে রচিয়াছিলে যে কাব্য-মহাকাব্য, সে কাব্যের কাছে শত শত কাব্য ও কাব্যিক নস্যি, তুচ্ছ ও ম্লান হে স্বাধীনতার রবি,রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
হে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির সন্তান শেখ মুজিবুর রহমান, হে নির্যাতিত মানুষের নেতা হে রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
