নিজস্ব প্রতিবেদক: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর ও লুট করেছে বলে জানা যায়।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২ টার দিকে আবুল হোসেনের বাড়িতে প্রতিপক্ষ সোরহাব আলী ৭-৮ জন লোকজন ও দেশীয় অস্ত্র লাঠিসোঠা নিয়ে এ হামলা চালায় বলে জানা গেছে।
হামলায় সোরহাব আলীর বাড়িঘর ভেঙ্গে ফেলা হয় এবং আসবাবপত্র বাহিরে ছুঁড়ে ফেলা হয়।
হামলার ঘটনাটি নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ও ইউপি সদস্য আসাদুজ্জামান।
এঘটনায় সোরহাব আলীর পরিবারের তিন সদস্য আহত হোন। আহতরা হলেন, মজিবুর(৪৫),আবুল(৪০) ও আজমিনা(১৮)
এদের মধ্যে একজন ঝিনাইগাতী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোক্তভোগী আবুল হোসেন জানান আমরা নিরীহ মানুষ আমাদের জমিতে আমরা ঘরতুলে বসবাস করছি সোরহাব তার মালিকানা দাবি করে তার লোকজন নিয়ে আমার বাড়িঘর ভাঙচুর করে এবং বাড়ির আলমারিতে থাকা ৪ লাখ টাকা নিয়ে যায়। বাঁধা দিতে গেলে আমার মেয়ে(আজমিনা) ও ভাই (মজিবুর) কে আহত করে। এর আগেও আমাদের বিভিন্ন ভাবে হুমকি দিয়েছে আমরা এর সঠিক বিচার চাই।
এবিষয়ে কথা বলতে সোরহাব আলীর বাড়িতে গেলে তাকে পাওয়া যায় নি।
এবিষয়ে জানাতে চাইলে ঝিনাইগাতী থানার ওসি আবু বক্কর সিদ্দিকি বলেন, ঘটনা শুনার পরেই আমি এস আই সাইদুর ইসলামকে পাঠাই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবেশ নিয়ন্ত্রনে আনেন।
ঘটনার বাদী আবুল হোসেন একটি মামলা দায়ের করেছেন সুষ্ঠু তদন্ত করে আমরা ব্যবস্থা গ্রহন করবো।