“বহু প্রতীক্ষার অবসানে নিয়োগ পেল বশেমুরবিপ্রবির পূর্নাঙ্গ দায়িত্বের উপাচার্য “

রায়হান রফিক চৌধুরী

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

অবশেষে কাটলো অপেক্ষার প্রহর! বহু প্রতীক্ষার পর (১১ মাস) পূর্ণাঙ্গ উপাচার্য পেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণে বলা হয়, “অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব” কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হলো।
নিয়ম অনুযায়ী নতুন উপাচার্য “অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব” বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন।

প্রসঙ্গত, গত বছর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য “খন্দকার নাসির উদ্দিনের” বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ব্যপক আন্দোলন গড়ে তোলে
বিশ্ববিদ্যালয়ের “সাধারণ শিক্ষার্থীরা”। আন্দোলনের একপর্যায়ে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পদত্যাগ করতে বাধ্য হয় সাবেক উপাচার্য “খন্দকার নাসির উদ্দিন”। পরবর্তীতে, পদটি শূন্য হলেও ২০১৯ সালের ৮ অক্টোবর চলতি মেয়াদে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো: শাহজাহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *