“বশেমুরবিপ্রবিতে নবনিযুক্ত উপাচার্যের যোগদান ; ভারমুক্ত হলো বিশ্ববিদ্যালয়”

 

রায়হান রফিক চৌধুরী

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

আজ রোববার সকাল ১২ টায় আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য “অধ্যাপক ড. এ. কিউ. এম মাহবুব”। নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এর  কাছ থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

নতুন উপাচার্য কে শুভেচ্ছায় বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

গত ২রা সেপ্টেম্বর রোজ বুধবার মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. এ. কিউ. এম মাহবুবকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ০৪ (চার) বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়।
অধ্যাপক ড. এ. কিউ. এম মাহবুব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিষয়ে অনার্স ও মাস্টার্স শেষ করে শিক্ষকতা পেশায় নিযুক্ত হন। তার নিজ জেলা শরীয়তপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *