বিশ্ব‌বিদ্যাল‌য় শিক্ষার্থী‌দের সংগঠন ‘ডুসাইল’ এর যাত্রা শুরু

আরমান হাসান: এইচ এস‌ সি প‌রিক্ষার পর প্র‌ত্যেক শিক্ষার্থীর স্বপ্ন এক‌টি পাব‌লিক বিশ্ববিদ্যলয়। তাই বিশ্ববিদ্যলয় ভর্তি প‌রিক্ষার্থী‌দের জন্য বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষার্থী‌দের সংগঠন ‘ডুসাইল’ কর্তৃক আ‌য়ো‌জিত এসএস‌সি ও এইচএস‌সি প‌রিক্ষার্থী‌দের নি‌য়ে এক‌টি অনুষ্ঠা‌নের আ‌য়োজন করা হয়। এর মাধ্য‌মে বিশ্ব‌বিদ্যাল‌য় শিক্ষার্থী‌দের সংগঠন ‘ডুসাইল’ এর যাত্রা শুরু ক‌রে।

‌                         কেক কাটছেন ডুসাইল এর সদস্যরা

শুক্রবার ( ১১ সেপ্টেম্বর) ‌টেংগরপাড়া উচ্চ ‌বিদ্যাল‌য়ে এই‌ অনুষ্ঠা‌নের আ‌য়োজন করা হয়। এ সময় কেক কাটা ও মি‌ষ্টি বিতরন সহ এবং এসএস‌সি ও এইচএস‌সি প‌রিক্ষার্থী‌দের মা‌ঝে কলম ও কোর্ট ফাইল প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠা‌নে ভায়াডাঙ্গা ও রাণী‌শিমূ‌ল ইউ‌নিয়‌নের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী উপস্থিত ছি‌লেন। সেখা‌নে বিশ্ব‌বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা এসএস‌সি ও এইচএস‌সি প‌রিক্ষার্থী‌দেরকে উপ‌দেশমূলক বক্তব্য প্রদান ক‌রেন।

এছাড়াও ‘ডুসাইল’ সংগঠন এর উ‌দ্দেশ্য সম্পর্কে ব‌লেন, ” এ‌টি হ‌লো এক‌টি অরাজ‌নৈ‌তিক সংগঠন। এ‌টি মূলত যেসব মেধা‌বী শিক্ষার্থী এসএস‌সি ও এইচএস‌সি প‌রিক্ষা দি‌য়ে বা এর আ‌গে বি‌ভিন্ন কার‌নে লেখাপড়া থে‌কে বাদ প‌রে; তা‌দের সাধ্যমত সাহায্য করা এবং যারা এইচএস‌সি প‌রিক্ষা দেওয়ার পর বি‌ভিন্ন পাব‌লিক বিশ্ব‌বিদ্যাল‌য়ে প‌রিক্ষা দি‌বে; তা‌দের যাবতীয় সহ‌যোগীতা করা।”

অনুষ্ঠানে অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন, টেংগর পাড়া উচ্চ বিদ্যালয় এর সহকা‌রী শিক্ষক জনাব মোস্তাক আহমেদ এবং জনাব হাসিবুল হাসান,গ্রামীণ ব্যাংক এর ম্যানেজার জনাব লুৎফর রহমান শান্ত,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য জনাব রকিব হাসান লেনিন,
ভায়াডাঙ্গা এ.এম সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব জাহিদুল ইসলাম জাহিদ, রাণী শিমূল ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব সাইফুল ইসলাম আক্তার, হযরত শাহাজালাল (রহঃ) একাডেমির শিক্ষক জনাব আবদুল হামিদ, আব্বাস উদ্দিন এবং সোহাগ মিয়া, ‌বি‌শিষ্ট ব্যবসায়ী মোসাররফ হোসেন, একটি বাড়ি একটি খামার এর কর্মকর্তা মো: আলম।

‌ডুসাইল এর সদস্য‌দের মা‌ঝে বক্তব্য রা‌খেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থে‌কে জাকারিয়া মিতুল ,আতিক হাসান ও শান্ত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থে‌কে আরমান হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয় থে‌কে উসমান গণি, ইসরাত জাহান উষ্ণ ও রকিবুল ইসলাম তৌকির। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থে‌কে লাবিব আহসান নুরনবি।রাজশাহী বিশ্ববিদ্যালয় থে‌কে ওয়াহিদুল ইসলাম অনন্ত, সোহানুজ্জামান সোহান, মোঃ সাকিব, আতিকুল ইসলাম আতিক। শেরপুর সরকা‌রি কলেজ থে‌কে মশিউর রহমান রানা, আক্তারুজ্জামান আক্তার, মেহেদি হাসান লাভলু,ইব্রাহিম মাহমুদ, মো সুবেল, আকিবুল ইসলাম আশিক। তিতুমীর কলেজ থে‌কে ইদ্রিস আলি সহ আ‌রো অ‌নেকে।

এছাড়াও এ সময় এসএস‌সি ও এইচএস‌সি প‌রিক্ষার্থী‌সহ প্রায় দেড় শতা‌ধিক শিক্ষার্থী উপ‌স্থিত ছি‌লেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *