সাভারে অণুবন্ধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী

জাফর আহমেদ শিমুল,স্টাফ রিপোর্টার: “যদি হই রক্তদাতা,জয় করবো মানবতা”-এই স্লোগান টিকে সামনে রেখে ২০১৭-সাল থেকে সারা দেশের বরিশাল,ভোলা,ঢাকা জেলার মোহাম্মদপুর, ধানমন্ডি ,এলিফ্যান্ট রোডে অণুবন্ধনের রক্ত-দান ও রক্ত-গ্রহণ ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করে। এরই ধারাবাহিকতায় গত বুধবার বিকাল ৩ঃ০০ থেকে সন্ধ্যা ৬ঃ৩০ পর্যন্ত সাভারের রাজ্জাক প্লাজার সম্মুখে পালিত হলো বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী।যা পুরো সাভারের জন্য একটি উল্ল্যেখযোগ্য ঘটনা।নতুন রক্তদাতার খোঁজে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন একদল তারোণ্যোদ্দীপ্ত মানবতার ফেরিওয়ালা তরুণ-তরুণী।

গত ২৩-সেপ্টেম্বর(বুধবার),সাভার উপজেলার বাজার-বাসস্ট্যান্ড সংলগ্ন রাজ্জাক প্লাজার সম্মুখে অনণুবন্ধনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।এই ক্যাম্পেইন চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন অনুবন্ধনের সাভার উপজেলার সভা-পতি আশরাফুজ্জামান ইমন,সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাঁধন,সিনিয়র সহ-সভাপতি ঐশী,যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুর রহমান,তৃপ্তি সাহা,সুমন রানা সহ অনুবন্ধনের আরও অনেক গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ।

অণুবন্ধন সংগঠনটির সাভার উপজেলার সভাপতি আশরাফুজ্জামান ইমন বলেন,সমাজের প্রতিটি মানুষের মধ্যে বিশেষ করে ছাত্র-ছাত্রীদের ভেতরে নৈতিক মূল্যবোধ,দেশপ্রেম,ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে সমাজের মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার উদ্দ্যেশ্যে নিয়েই এই মহৎ কর্মসূচীটি বা ক্যাম্পেইনটি পালন করার চেষ্টা করেছি।সমাজের মানুষের ইতিবাচক সাড়াই প্রমাণ করেছে যে আমাদের কর্মসূচীটি পরিপূর্ণভাবে সফল হয়েছে।

এছাড়াও অনুবন্ধনের সাভার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাঁধন জানান,দেশ জুড়ে মানুষকে রক্তদানে উৎসাহী করে তোলা,এবং রক্তের অভাবে কোনো একটি লোক ও যেনো আর মৃত্যুবরণ না করে সেই লক্ষেই অনুবন্ধনের পথ চলা।

এসময় ক্যাম্পেইনে উপস্থিত অনুবন্ধনের সাভার উপজেলার উপদেষ্টা কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের সাভার জোনাল প্রতিনিধি মোঃইসমাইল হোসেন বলেন দেশে প্রতিদিন হাজার হাজার রোগী হাসপাতালে রক্তের অভাবে পড়ে থাকে; আমরা সর্বদাই চেস্টা করি যাতে রক্তের অভাবে কোন রোগী হাসপাতালে পড়ে না না থাকে।আমরা রক্তদাতা নিয়ে ছুটে যাই রক্তের অভাবে পড়ে থাকা রোগীর জীবন বাঁচাতে।তিনি সমাজের বিবেকবান মানুষের মধ্যে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের সকল সুস্থ মানুষকেই স্বেচ্ছায় রক্তদানের জন্য আহবান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *