বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পেতে চাও তাদের জন্য রুটিন

এইচ এস‌ সি প‌রিক্ষার পর প্র‌ত্যেক শিক্ষার্থীর স্বপ্ন এক‌টি পাব‌লিক বিশ্ববিদ্যলয়। তাই বিশ্ববিদ্যলয় ভর্তি প‌রিক্ষার্থী‌দের পড়ার জন্য বিজ্ঞান ,মানবিক , ব্যবসায় শিক্ষা এবং বিভাগ পরিবর্তন সহ রু‌টিন লে‌খে দি‌য়ে‌ছেন তামান্না তাছ‌নিম জুঁই। চলুন দে‌খে আ‌সি তার রু‌টিন।

প্রথমে বিজ্ঞান
♦সকাল ৬ থেকে ৬.৩০ : ঘুম থেকে উঠে সামান্য ব্যায়াম ও তারপর হাত-মুখ ধুয়ে কিছু খেয়ে পড়তে বসো। কারণ ব্যায়াম তোমার মাইন্ড ও দেহ দুটাই ভাল রাখবে।
♦৬-৩০ থেকে ৮.৩০ : যে সাবজেক্ট এ তুমি দূর্বল সেটি এই ২ ঘন্টায় পড়। অনেক কাজে দেবে সময়টা। Biology পড়তে পার। মুখস্থ যেহেতু তাই।
♦৮.৩০ থেকে ৯ টা : রেস্ট নাও,বন্ধুদের সাথে কথা বল।
♦৯ থেকে ১০ টা: পদার্থ অন্তত ১ টি অধ্যায় পর।আর পারলে পুরো বইয়ের সূত্র, সংখ্যাগত মান ও একক মাত্রা একসাথে লিখে রাখন প্রতিদিন দেখবা।কারণ এগুলো থেকে ৪/৫ টা প্রশ্ন আসেই।
♦১০টা থেকে ১২ টা : কোচিং/প্রাইভেট (যাদের নেই তারা অবশ্যই এই সময়টুকু অন্তত একটি বিষয়ের ২ টি অধ্যায় পড়ার চেষ্টা কর)
♦১২ টা থেকে ৩ টা : গোসল, খাওয়া,ঘুম।
♦ ৩ টা থেকে ৫ টা পর্যন্ত: গণিত সলভ কর। প্রতিদিন অন্তত ১ টি অধ্যায়, অবশ্যই বিগত সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঐ অধ্যায় এ যত প্রশ্ন এসেছে সব।
♦ ৫ টা থেকে ৬ টা : বন্ধুদের সাথে আড্ডা / ফেইসবুক (ফেইসবুকে চ্যাটিং শুরু করা যাবে না,তাহলে আর পড়ায় মন বসবে না,শুধু ভর্তি তথ্য গুলো দেখতে পার,অথবা বিভিন্ন পেইজ এ কি তথ্য দিল তা)
♦৭ টা থেকে ৮:৩০ টা: রসায়ন।
★ ৮:৩০ টা থেকে ৯:০০ টা – IQ পড়বা।
♦৯টা থেকে ১০ টা: খাওয়া + টিভি।
♦১০ টা থেকে ১১টা: English বই থেকে ইংরেজি পড়বা৷
♦১১ টা থেকে ১২ টা: ” প্রশ্নব্যাংক সলভ। এটি অবশ্যই করতে হবে প্রতিদিন।
♦১২ টা থেকে ১২.৩০ : ফোন/ফেইসবুক/অন্যান্য।
♦রাত ১২.৩০ থেকে সকাল ৬ টা: ঘুম।
.
মানবিক/বিভাগ পরিবর্তন
♦সকাল ৬ থেকে ৬.৩০ : ঘুম থেকে উঠে সামান্য ব্যায়াম ও তারপর হাত-মুখ ধুয়ে কিছু খেয়ে পড়তে বসো। কারণ ব্যায়াম তোমার মাইন্ড ও দেহ দুটাই ভাল রাখবে।
♦৬-৩০ থেকে ৮.৩০ : যে সাবজেক্ট এ তুমি দূর্বল সেটি এই ২ ঘন্টায় পড়। অনেক কাজে দেবে সময়টা। সাধারণ জ্ঞান(আন্তর্জাতিক অংশ) পড়তে পার। মুখস্থ যেহেতু তাই।
♦৮.৩০ থেকে ৯ টা : রেস্ট নাও,বন্ধুদের সাথে কথা বল।
♦৯ থেকে ১০ টা: বাংলা বই থেকে প্রতিদিন অন্তত ১ টি অধ্যায় ।কারণ ভর্তি পরীক্ষায় এই বই থেকেই সর্বোচ্চ আসে।
♦১০টা থেকে ১২ টা : IQ পড়বা৷
♦১২ টা থেকে ৩ টা : গোসল, খাওয়া,ঘুম।
♦ ৩ টা থেকে ৫ টা পর্যন্ত: English সলভ কর। প্রতিদিন অন্তত ১ টি টপিকস এর, অবশ্যই বিগত সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঐ টপিকস এ যত প্রশ্ন এসেছে সব।
♦ ৫ টা থেকে ৬ টা : বন্ধুদের সাথে আড্ডা / ফেইসবুক (ফেইসবুকে চ্যাটিং শুরু করা যাবে না,তাহলে আর পড়ায় মন বসবে না,শুধু ভর্তি তথ্য গুলো দেখতে পার,অথবা বিভিন্ন পেইজ এ কি তথ্য দিল তা)
♦৭ টা থেকে ৮টা: সাধারণ জ্ঞান (বাংলাদেশ অংশ)
★ ৮ টা থেকে ৯ টা : IQ পড়বা
♦৯টা থেকে ১০ টা: খাওয়া + টিভি।
♦১০ টা থেকে ১১টা: English Literature ও বাংলা সাহিত্য অংশ পড়।
♦১১ টা থেকে ১২ টা: ” প্রশ্নব্যাংক সলভ। এটি অবশ্যই করতে হবে প্রতিদিন।
♦১২ টা থেকে ১২.৩০ : ফোন/ফেইসবুক/অন্যান্য।
♦রাত ১২.৩০ থেকে সকাল ৬ টা: ঘুম।
.
বাণিজ্য
♦সকাল ৬ থেকে ৬.৩০ : ঘুম থেকে উঠে সামান্য ব্যায়াম ও তারপর হাত-মুখ ধুয়ে কিছু খেয়ে পড়তে বসো। কারণ ব্যায়াম তোমার মাইন্ড ও দেহ দুটাই ভাল রাখবে।
♦৬-৩০ থেকে ৮.৩০ : যে সাবজেক্ট এ তুমি দূর্বল সেটি এই ২ ঘন্টায় পড়। অনেক কাজে দেবে সময়টা। Management পড়তে পার।
♦৮.৩০ থেকে ৯ টা : রেস্ট নাও,বন্ধুদের সাথে কথা বল।
♦৯ থেকে ১০ টা: IQ
♦১০টা থেকে ১২ টা : এই সময় English বই থেকে ২ টি অধ্যায় পড়ার চেষ্টা কর
♦১২ টা থেকে ৩ টা : গোসল, খাওয়া,ঘুম।
♦ ৩ টা থেকে ৫ টা পর্যন্ত: Accounting, গণিত সলভ কর। প্রতিদিন অন্তত ১ টি অধ্যায়, অবশ্যই বিগত সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঐ অধ্যায় এ যত প্রশ্ন এসেছে সব।
♦ ৫ টা থেকে ৬ টা : বন্ধুদের সাথে আড্ডা / ফেইসবুক (ফেইসবুকে চ্যাটিং শুরু করা যাবে না,তাহলে আর পড়ায় মন বসবে না,শুধু ভর্তি তথ্য গুলো দেখতে পার,অথবা বিভিন্ন পেইজ এ কি তথ্য দিল তা)
♦৭ টা থেকে ৮ টা: Marketing/ Finance
♦৮ টা থেকে ৯ টা: সাধারণ জ্ঞান।
♦৯টা থেকে ৯.৩০ টা: খাওয়া ।
★ ৯:৩০ টা থেকে ১০ টা : IQ পড়বা।
♦১০ টা থেকে ১১টা: বাংলা
♦১১ টা থেকে ১২ টা: ” প্রশ্নব্যাংক সলভ। এটি অবশ্যই করতে হবে প্রতিদিন।
♦১২ টা থেকে ১২.৩০ : ফোন/ফেইসবুক/অন্যান্য।
♦রাত ১২.৩০ থেকে সকাল ৬ টা →ঘুম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *