নিজস্ব প্রতিবেদক: শুঁটকি মাছ তৈরি শিখতে ৩০ জন কর্মকর্তাকে বিদেশে পাঠানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। শঁুটকি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ শিখতে ৩০ জন কর্মকর্তার ব্যয় ধরা হয়েছে এক কোটি ৭০ লাখ টাকা। চলতি সময় থেকে ২০২৩ সালের ডিসেম্বর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২০০ কোটি ৩৯ লাখ টাকা।
‘কক্সবাজার জেলায় শুঁটকি মাছ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন’ প্রকল্পের অধীনে শঁুটকি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ শিখতে ৩০ জন কর্মকর্তাকে বিদেশে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
এই প্রকল্পের আওতায় কর্মকর্তাদের জন্য একটি জিপ, একটি ডাবল কেবিন পিকআপ, একটি মাইক্রোবাস ও চারটি মোটরসাইকেল কেনার প্রস্তাব করা হয়েছে। কিন্তু যানবাহনের জন্য অর্থ বিভাগের জনবল কমিটি কোনো গাড়িচালকের পদ সুপারিশ করেনি।
এছাড়াও জানা গেছে, অভ্যান্তরীণ প্রশিক্ষণ বাবদ ১ কোটি ২১ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ৪ হাজার ৮৫৫ জন বিএফডিসির কর্মকর্তা, কর্মচারী, উপকারভোগী ও স্টেকহোল্ডারের জন্য প্রশিক্ষণ বাবদ এই টাকা ব্যয় হবে। প্রতিজনের প্রশিক্ষণ ভাতা ধরা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। প্রশিক্ষণ সামগ্রী (ব্যাগ, নোট প্যাড ও কলম) বাবদ ১ হাজার ২০০ টাকা ব্যয় ধরা হয়েছে। নাস্তা ও দুপুরের খাবার বাবদ প্রতিজনের জন্য ব্যয় হবে ৫০০ টাকা।
শুঁটকি মাছ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে এগিয়ে আছে জাপান, আইসল্যান্ড, জার্মানি ও ফ্রান্স। প্রশিক্ষণের জন্য এসব দেশ বেছে নেবে বিএফডিসি।
বিদেশ শুঁটকি মাছ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ প্রশিক্ষণ বিষয়ে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপক জনাব মো. শামসুজ্জামান বলেন, “শুঁটকির উৎপাদন বৃদ্ধি ও প্রক্রিয়াজাতকরণ শিখতে ৩০ জন প্রসেসিং কর্মকর্তা বিদেশ যাবেন।শুঁটকি মাছ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এর জন্য বিদেশ থেকে মেশিন কেনা হবে। এসব মেশিন পরিচালনা করা এবং শেখার প্রয়োজন আছে। বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে এলে আমাদের দেশে শুঁটকির মান বাড়বে। ”