মোস্তাফিজু রহমান
আর কত বলি তোকে
মারলি ছুরি এই বুকে
হৃদয় সে ক্ষত-বিক্ষত
করলি যা-ই ইচ্ছেমত।
নগ্ন তা করলি দেহ
এই জগতে দেখেনি কেহ
তাও কিনা দেখালি আজ
শরীরের যা কিছু লাজ।
কে নেবে এর দায়
মেয়ে হয়ে জন্মেছি তায়
করতে নেই বসবাস
বল তবে আর কি চাস?
হই শুধু লাশ।
শরীরের সবটুকু স্বাদ
খুবলে নিলি অকস্মাৎ
যেন তা করলি জয়
জগতের সমুদয়।
তুই তো হেসে কাটালি
আমাকে কই পাঠালি
রুগ্ন-ক্লান্ত, অপবাদে দেহমন
কর যত ধর্ষণ, অভিনন্দন।
