আরমান হাসান: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় রাতের অন্ধকারে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বিত্তরা। নিহতের নাম আব্দুর রহিম বানু।
সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩ ঘটিকায় শ্রীবরদী উপজেলার রাণীশিমূল ইউনিয়নের বিলভরট গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আব্দুর রহিম বানু মিয়াকে ময়মনশিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে (মঙ্গলবার) বিকেল ৪ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ব্যক্তিদের কাছে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৩ ঘটিকার সময় নিহতের স্ত্রী প্রাকৃতিক কাজে বাহিরে গেলে; এই সময় ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় বানু মিয়াকে কুপিয়ে যখম করে দূর্বিত্তরা। তার স্ত্রী ঘরে ঢুকার সময় স্বামীর রক্তাক্ত দেহ পরে থাকতে দেখেন। ততক্ষনিকভাবে ময়মনশিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে (মঙ্গলবার) বিকেল ৪ ঘটিকায় তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।স্থানীয় সূত্রে আরো জানা গেছে, ‘নিহত ব্যক্তি তার নিজ বাড়িতেই কাঠমিস্ত্রীর কাজ করতেন। তিনি অত্যন্ত সহজ সরল মানুষ ছিলেন; কখনো কারো সাথে ঝগড়াও করতেন না। যেখানে ঝগড়া-মারামারি থাকতো তার আশেপাশেও যেতেন না। এমন লোকের মৃত্যুতে সবাই অবাক হয়েছেন।’
এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, “এখানে কুপিয়ে যখম করার ঘটনা শুনে আমরা তদন্ত করতেছি। আজ বিকেলে হাসপাতালে মারা যান তিনি। এ বিষয়ে এখনো মামলা করা হয়নি। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে; তদন্ত সাপেক্ষে রিপোর্ট পেলে প্রকৃত বিষয়টি জানা যাবে।”