দেশের সবচেয়ে বড় মিউজিক কোম্পানি ইগল মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে মিউজিক ভিডিও বোকাপাখি। গানটিতে কন্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী জেসিম অন্তন।
কখোনো ভেবেছেন কি, আমরা কেনো রাস্তার বামদিক দিয়ে চলি?
ইগল মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। গানটির গীতকার ও সুরকার ইকরামুল ইসলাম, সংগীতায়োজনে আকাশ রহমান, পরিচালক এম.এইচ. পায়েল।
ইকোনো যুগ: যেভাবে হারিয়ে গেলো এক প্রজন্মর নস্টালজিয়া
গানটি দর্শকদের মধ্যে সাড়া ফেলবে আশা ব্যক্ত করে গানের কণ্ঠশিল্পী জেসিম অন্তত বলেন, ‘আমার ৬ বছরের বেশি সংগীত জীবনের প্রথম মৌলিক গান বোকা পাখি। গানটি সাথে জড়িত সকল কলাকৌশলীদেরকে ধন্যবাদ জানাই। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, গানটি আপনাদের ৪ মিনিট নষ্ট করবে না।আশা করি মন ছুঁয়ে যাবে।’