বিশ্ব পোলিও দিবসে রোটারি ইন্টারন্যাশনালের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি,

রোটারি ন্যাশনাল পোলিও প্লাস কমিটি আয়োজিত জাতীয় প্রেস ক্লাবে আজ বিশ্ব পোলিও দিবস 2020 সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোটারি ফাউন্ডেশনের ট্রাস্টি চেয়ারম্যান কে আর রবীন্দ্রন। রোটারি বাংলাদেশ জাতীয় পোলিওপ্লাস কমিটির চেয়ার পিডিজি – ইশতিয়াক এ জামান পিএইচডি মূল বক্তব্য উপস্থাপন করেন। আরআরএফসি ডঃ মীর আনিসুজ্জামান, আইপিডিজি এম খায়রুল আলম, ডিজিএন ইঞ্জিনিয়ার এম এ ওহাব সহ বক্তারা পৃথিবীর পৃষ্ঠ থেকে পোলিও নির্মূলে রোটারির অবদানের কথা তুলে ধরেন।

প্রেস কনফারেন্সে বিগত জেলা গভর্নররা, আরআইডি 3281 এবং আরআইডি 3282 উভয়েরই রোটারি লিডার এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রখ্যাত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *